বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা ঝুলছে ভাগ্যের ওপর। তার মধ্যেই যেন মরার ওপর খাড়ার ঘা নিয়ে হাজির আইসিসি। এবার ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্টও খোয়া গেল লঙ্কানদের।
নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে এই শাস্তি পেয়েছে লঙ্কানরা। নির্ধারিত সময়ে এক ওভার কম করায় একটি পয়েন্ট কাটা হয়েছে তাদের।
ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে দায় স্বীকার করে শাস্তি মেনে নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। এতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
স্বাগতিক ভারতসহ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। যেখানে এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ৭ দল। লড়াই চলছে একটি জায়গা নিয়ে।