ভারতের যমুনা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে (সুপার বাইক) ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতি তোলার চ্যালেঞ্জে নেমেছিলেন ইউটিউবার আগাস্তে চৌহান। তবে গতির টার্গেটে পৌঁছানোর আগেই ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা।
বুধবার আগাস্তে চৌহান আগ্রা থেকে দিল্লির দিকে যাচ্ছিলেন। তিনি এক হাজার সিসির একটি সুপারবাইকে সওয়ার হয়েছিলেন। নিজের ইউটিউব চ্যানেলের জন্য একটি ভিডিও করছিলেন।
আগাস্তে দেরাদুনের বসবাস করতেন উত্তরাখণ্ডের দেরাদুনে এবং তিনি ‘প্রো রাইডার ১০০০’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তার চ্যানেলে সাবসক্রাইবারের সংখ্যা ১২ লাখ।
চ্যানেলে প্রকাশ করা সবশেষ ভিডিওতে আগাস্তে চৌহান জানিয়েছিলেন, তিনি দিল্লির দিকে যাচ্ছেন বাইক কতো দ্রুতগতি চলতে পারে তা পরীক্ষা করতে। বলেছিলেন, ‘আমি ঘণ্টায় তিনশ’ কিলোমিটার গতি তুলতে চাই।’
সূত্র: এনডিটিভি