সুন্দর দৃশ্যের জন্য প্রতিবেশীর গাছ কর্তন, গুণতে হলো ১০ লাখ ডলার

0

প্রতিবেশীর গাছ কেটে ১০ লাখ ডলার জরিমানা গুণেছেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি।

খবর অনুসারে, নিউ জার্সির কিনেলনের এক বাড়ির মালিক অনুমতি ছাড়াই তার প্রতিবেশীর গাছ কাটার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ডেইলি রেকর্ড অনুসারে, গ্রান্ট হ্যাবার নিউ ইয়র্ক সিটির স্কাইলাইনে সুন্দর দৃশ্যের জন্য ৩২টি গাছ অপসারণের নির্দেশ দেন। 

 প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন, হ্যাবার গাছ লাগানো প্রতিস্থাপনসহ ১ মিলিয়ন ডলারেরও বেশি অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে পারেন।

চূড়ান্ত পরিমাণ নির্ধারণের জন্য ১৯ এপ্রিল ক্ষতিপূরণের শুনানি হওয়ার কথা রয়েছে। আরেক সহ আসামি রোনাল্ড ফ্যালাস যিনি গাছগুলি কেটে ফেলেছিলেন, তিনিও দোষ স্বীকার করেছেন। তিনি বলেছেন, অনুমতি পাওয়ার জন্য ভুলভাবে তিনি হ্যাবারের ওপর নির্ভর করেছিলেন। 

 প্রতিবেশী সামিহ শিনওয়ের গাছ কেটে ফেলা হয়। শুনানিতে তিনিও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here