সুন্দরবনে সাঁতারে নদী পার হতে দেখা মিলল ৩ বাঘের

0

বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজননের জন্য টানা তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনে পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকসহ বনরক্ষীরা সাঁতার কাটতে দেখলো তিনটি বাঘকে। সাম্পান ও ক্রাউন নামের বিলাশবহুল দুটি ক্রুজারের দেশী-বিদেশী পর্যটকরা শনি ও রবিবার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা ও কচিখালি এলাকার নদীতে বাঘ দুটিকে সাঁতার কাটতে দেখেন। 

রবিবার দুপুরে শরণখোলা রেঞ্জ অফিসের কাছে আলিবান্দা এলাকায় আরো একটি বাঘকে নদী সাঁতরে পার হতে দেখেন বনরক্ষীরা। সুন্দরবনে নদী সাঁতরে পার হওয়া তিনটি বাঘের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করছে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রবিবার রাতে সুন্দরবন বিভাগ এতথ্য নিশ্চিত করেছে। 

এরআগে ৮ আগস্ট সকাে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের অফিসের সামনে দেখা মিলেছে একটি বাঘের। বিশাল বাঘটি বনরক্ষীদের ব্যারাকের খুব কাছে চলে আসে। এসময় মোবাইলে বাঘটির ভিডিও ধারণ করেন এক বনরক্ষী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here