বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার অস্থায়ী শুঁটকি পল্লীর মাঝেরকেল্লার লইট্রাখালী খাল থেকে মুক্তিপণের দাবিতে হাফিজুল হাওলাদার (৩৫) নামে এক জেলেকে অপহরণ করেছে বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা।
সোমবার ভোররাতে লইট্রাখালী খালে অন্য জেলেদের সঙ্গে মাছ ধরার সময় ফিশিং ট্রলার থেকে তাকে তুলে নিয়ে যায় অস্ত্রধারী বনদস্যুরা। অপহৃত জেলেকে অন্য একটি ট্রলারে করে সুন্দরবনের গহীনে নিয়ে যায় তারা। যাওয়ার সময় ট্রলারের মাঝি শাহিনকে দুইটি মোবাইল নম্বর দিয়ে বলে, দুই দিনের মধ্যে যোগাযোগ করতে। তবে মুক্তিপণের পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি।
অপহৃত জেলে হাফিজুল বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। চলতি মৌসুমে দুবলার চরে শুঁটকি কার্যক্রম শুরু হওয়ার পর এটিই প্রথম জেলে অপহরণের ঘটনা। এ ঘটনায় পুরো শুঁটকি পল্লীতে জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দুবলা ফিশারম্যান গ্রুপ ও সুন্দরবন বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, সোমবার ভোরে হাফিজুলসহ আটজন জেলে লইট্রাখালী খালে মাছ ধরতে যান। এ সময় বনদস্যু সুমন বাহিনীর সদস্যরা একটি ট্রলারে করে এসে হাফিজুলকে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা ট্রলারের মাঝিকে দুইটি মোবাইল নম্বর দিয়ে যায় এবং মুক্তিপণের বিষয়ে যোগাযোগের কথা জানায়।
দুবলা শুঁটকি পল্লীর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, অপহৃত জেলে হাফিজুল অনুমোদিতভাবে ফিশিং পাস নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং খুব শিগগিরই বনদস্যু দমনে যৌথ অভিযান পরিচালনা করা হবে।

