বাগেরহাটের সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সুন্দরবনের কয়রা নদীর নাগজোড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ সময় ওই এলাকা থেকে বনদস্যুদের ব্যবহৃত একটি একনলা বন্দুক, এক রাউন্ড তাজা কার্তুজ ও এক রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে বনদস্যু দুলাভাই বাহিনীর হাতে অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়।
অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এদিকে উদ্ধারকৃত জেলেদের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানায় কোস্টগার্ড।

