সুন্দরবনে নৌকায় ৯০ কেজি হরিণের মাংস ফেলে পালাল শিকারিরা

0

সুন্দরবন খুলনা রেঞ্জের অধীন খাঁশিটানা বন টহল ফাঁড়ির বন রক্ষীরা অভিযান চালিয়ে ৯০ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় একটি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে,  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে খাঁশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান ও বন প্রহরী ছানা রঞ্জন পালের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দরবনের ছেড়ারখাল এলাকা হতে এই হরিণের মাংস জব্দ করা হয়। অভিযানের কথা জানতে পেরে হরিণ শিকারীরা নৌকায় মাংস রেখে গহীন সুন্দরবনে পালিয়ে যান।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দ হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here