সুন্দরবনে আহরণের বাওয়ালী নৌকায় দুর্বৃত্তের আগুন

0

বাগেরহাটের শরণখোলায় গোলপাতা আহরণের একটি বাওয়ালী নৌকায় আগুন গিয়েছে দুর্বৃত্তরা। আগুনে নৌকাটি মাঝখান থেকে পুড়ে যায়। শুক্রবার (২৬ জানুয়ারি) ভোরে উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্বমাথায় বলেশ্বর নদের পাড়ে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। 

আগুনে পোড়া নৌকাটি উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের গোলপাতা ব্যবসায়ী মো. সেলিম ব্যাপারীর। কিছুদিন আগে প্রায় দেড় লাখ টাকা খরচ করে নৌকাটি মেরামত করেন তিনি। গত ৩০ জানুয়ারি গোলাপাতা আহরণের জন্য নৌকা নিয়ে সুন্দরবনে যাওয়া কথা ছিল। কিন্তু হঠাৎ এমন দুর্ঘটনায় সুন্দরবনে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here