বিশ্ব জলাভূমি দিবসে রামসার ঘোষিত বিশ্বের বৃহতম জলাভূমি সুন্দরবনের প্রাণপ্রকৃতি সুরক্ষায় দাবি জানানো হয়েছে।
শুক্রবার সকালে বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত মোংলা উপজেলার কাপালিরমেঠ বিলে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, রামসার ঘোষিত বিশ্বের বৃহতম জলাভূমি সুন্দরবনের পরিবেশ, উপকূল সুরক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, বন্যপ্রাণীদের আবাসস্থল এবং কৃষি ও পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুন্দরবন সুন্নিহিত এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য জলাভূমির উপর নির্ভর করে। ১৯৯২ সালে সুন্দরবনকে রামসার জলাভূমি ঘোষণা করে জাতিসংঘ। সুন্দরবনের এই জলাভূমি জীববৈচিত্রের ভান্ডার। মানব ও প্রকৃতির স্বার্থেই সুন্দরবন জলাভূমি সংরক্ষণে সরকার ও সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।