সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক

0

সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সক্রিয় কুখ্যাত বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সহযোগীকে যৌথ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পশ্চিম সুন্দরবন বিভাগের আদাচাই ফরেস্ট অফিস এলাকার ভেতর অভিযান চালিয়ে করিম শরীফ বাহিনীর সদস্য মো. আল আমিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি এবং ছয়টি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

পরবর্তীতে আল আমিনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী খুলনায় অভিযান চালিয়ে রেজাউল গাজী বাবু নামে বাহিনীর আরও এক সদস্যকে আটক করে যৌথ বাহিনী।

ঘটনার বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (১৮ এপ্রিল) রাতে গণমাধ্যমকে জানান, আটক দুই বনদস্যুর বিরুদ্ধে অস্ত্র ও গোলাবারুদ বহনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, করিম শরীফ বাহিনী সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে সশস্ত্র দস্যুতা ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে আলোচনায় আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here