সুনীল ছেত্রীকে নিজের বিশ্বকাপ জার্সি দিলেন মেসি

0
সুনীল ছেত্রীকে নিজের বিশ্বকাপ জার্সি দিলেন মেসি

ক্রিকেট ও ফুটবলের আবেগ একসূত্রে বাঁধা পড়ল মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর অংশ হিসেবে ভারত সফরে এসে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি সাক্ষাৎ করলেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী এবং ‘ভারতরত্ন’ শচীন টেন্ডুলকারের সঙ্গে। এই স্মরণীয় মুহূর্তে সুনীল ছেত্রীকে নিজের সই করা আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উপহার দেন মেসি।

ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের মতো অগণিত ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী। এদিন এই স্টেডিয়াম পরিণত হয় এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায়। ক্রিকেট, ফুটবল, বলিউড, সংগীত ও রাজনীতির নানা পরিচিত মুখের উপস্থিতিতে তৈরি হয় এক ‘মেগা ক্রসওভার’ মুহূর্ত, যা দীর্ঘদিন মনে রাখবে ক্রীড়াপ্রেমী ভারত।

অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালকের আহ্বানে স্টেডিয়ামজুড়ে ধ্বনিত হয় ‘মেসি, মেসি, মেসি’ ধ্বনি। 

এরপর অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ, ইন্ডিয়ান স্টারস বনাম মিত্রা স্টারস। ইন্ডিয়ান স্টারস দলে ছিলেন অভিনেতা টাইগার শ্রফ, জিম সার্ভ এবং ফুটবলার নীখিল পূজারি ও বালা দেবী। মিত্রা স্টারস দলে নেতৃত্ব দেন সুনীল ছেত্রী, সঙ্গে বেঙ্গালুরু এফসি-র সতীর্থ রাহুল ভেকে ও ছিংলেনসানা সিং।

সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত আসে যখন লিওনেল মেসি, ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করেন। দর্শকদের উচ্ছ্বাসে কেঁপে ওঠে ওয়াংখেড়ে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময়ের সময় মেসি ও সুনীল ছেত্রীর আলিঙ্গন হয়ে ওঠে রাতের সবচেয়ে আলোচিত দৃশ্য।

এরপর ‘প্রজেক্ট মহাদেবা’ নামক রাজ্যের গ্রাসরুটস ফুটবল প্রকল্পের তরুণী খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান মেসি ও তাঁর সতীর্থরা। মাঠে একসঙ্গে বল পাস করা থেকে শুরু করে গ্যালারিতে ফুটবল ছোড়া, প্রতিটি মুহূর্তেই দর্শকদের উল্লাস বাড়তে থাকে।

সবশেষে সুনীল ছেত্রীকে নিজের সই করা আর্জেন্টিনার জার্সি উপহার দেন মেসি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আবেগাপ্লুত ছেত্রী হাসিমুখে মেসিকে ধন্যবাদ জানাচ্ছেন। ভারতীয় ফুটবলের ইতিহাসে এই মুহূর্ত নিঃসন্দেহে এক স্মরণীয় অধ্যায় হয়ে রইল।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here