সুনামগঞ্জ-৫; স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে মারধরের অভিযোগ

0

সুনামগঞ্জ-৫ নির্বাচনি এলাকার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর দুই সমর্থককে মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়রি হয়েছে।

 
শুক্রবার রাতে দোয়ারাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গোয়ারাই গ্রামের অনিল দেবনাথের ছেলে অজিত দেবনাথ (৪০)। তার লিখিত অভিযোগটি থানায় সাধারণ ডায়রি আকারে লিপিবদ্ধ করা হয়েছে। 

অভিযোগে রাজনপুর গ্রামের আওয়ামী লীগ নেতা কালা মিয়া (৫০) ও ছমির উদ্দিনকে (৪৮) বিবাদী করা হয়েছে। 
 
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে অজিত ও মিজান স্থানীয় বঙ্গবন্ধু বাজার থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শামীম চৌধুরীর নির্বাচনি সমাবেশ থেকে ফিরছিলেন। এ সময় নৌকার সমর্থক কালা মিয়া ও ছমির উদ্দিন অটোরিকশা থামিয়ে কেন সমাবেশে গিয়েছেন এ জন্য তাদের মারধর করেন। এই দুইজন নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিকের সমর্থক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান জানান, অভিযোগটি তদন্তের জন্য শনিবার সহকারী কর্মকর্তা (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here