সুনামগঞ্জ-৪ লাঙ্গল নিয়েই লড়ছেন পীর মিসবাহ

0

সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) বর্তমান এমপি জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিসবাহ। এবারও লাঙ্গল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুবারের এই এমপি। ক্ষমতাসীন দল সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ সাদিককে মনোনয়ন দিয়েছে। সদর আসন হিসেবে পরিচিত মর্যাদার এই আসনটিতে আবারও ধরে রাখতে চায় জাপা। এদিকে এই আসনের ব্যক্তিক্রম হচ্ছে বিগত তিনটি নির্বাচনে আসনটিতে জয়লাভ করে জাপা। টানা বিজয়ের রেশ পড়েছে তৃণমূলেও। জেলার একটিমাত্র আসনে তৃণমূল পর্যায়ের জাতীয় পার্টির রয়েছে শক্তিশালী সাংগঠনিক অবস্থা। স্থানীয় সরকারেও রয়েছেন অনেক নির্বাচিত প্রতিনিধি। 

এরশাদ আমলে মেজর (অব.) ইকবাল হোসেন চৌধুরী সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছিলেন। সেই থেকে তৃণমূলে জাপার যে ভিত্তি রচিত হয়েছিল তার ধারাবাহিকতা আজও রক্ষা করে চলছে দলটি।  যে কারণে বিগত দশম ও একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ জাপা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here