সুনামগঞ্জ-১ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সরকার।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে টানা তিনবার আওয়ামী লীগ থেকে এই আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন৷ তিনি বলেন, অন্য একটি কোটায় এই আসনটি চলে গেছে৷ কোনো সন্ত্রাসীর হাতে হাওরবাসীকে আমরা ছেড়ে দিতে পারি না বিধায় নির্বাচন করতে চাই।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এবার সবার জন্য নির্বাচন উন্মুক্ত রেখেছেন। উন্নয়নের ধরাবাহিকতা রক্ষার জন্য সাধারণ মানুষও আমাকে চাই। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।