সুনামগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি মিয়ার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গরু চলাচলের গোপাটে (রাস্তায়) মাটি ভরাটকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ঘটে।
বুধবার (১৯ মার্চ) সন্ধ্যারাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি মিয়া উপজেলার ওই গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ধোপাঘাটপুর গ্রামে বসতবাড়ির সামনে গরু চলাচলের সড়কে (গোপাট) মাটি ভরাট নিয়ে আবদুল গণি মিয়ার ভাই আবদুল গফুরের পরিবারের সদস্যদের মারামারি হয়। এক পর্যায়ে আব্দুল গফুরের ছেলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা আব্দুল গণি মিয়ার গলায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে পার্শ্ববর্তী নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবরা রাত ১২টার দিকে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির পার্শ্ববর্তী গরু চলাচলের গোপাটে (রাস্তা) মাটি ভরাটকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন হয়েছেন। মরদেহ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযুক্তদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।