সুনামগঞ্জে বীরের কণ্ঠে বীরত্ব গাঁথা শীর্ষক বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার জেলা মুক্তিযোদ্ধা সংসদে এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আফরাজুর রহমান।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, এমটিআই প্রকল্পের এমডি ডা. মনিরুল ইসলাম খান প্রমুখ।