সুনামগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকার ১৫ বছরে পদার্পণ উদযাপন করেন অতিথিরা।
এ সময় তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ প্রতিদিন দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। বর্তমানে প্রত্রিকাটি দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। আগামীতে আরো দায়িত্বশীল হয়ে দেশ ও দশের কথা তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় বাংলাদেশ প্রতিদিনের সাবেক নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জের কৃতিসন্তান সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানকে স্মরণ করেন করেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামসুল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবর রহমান পীর, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, জেলা আওয়ামী নেতা ফজলুল হক, শিতেশ তালুকদার মঞ্জু, সবুজ কান্তি দাস, মাহবুবুল হাসান শাহীন, শুভ বণিক, সাংবাদিক মানব তালুকদার, সেলিম আহমদ তালুকদার, শাহাবুদ্দিন আহমেদ, শামসুল কাদির মিসবাহ, শহীদনূর আহমেদ, কর্ণবাবু দাস প্রমুখ।
বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল অনুষ্ঠান সঞ্চালনা করেন।