সুনামগঞ্জের জামালগঞ্জে গোচারণভূমিতে অবৈধভাবে বাজার নির্মাণ ও স্থানীয়দের হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন বেহেলী, মশালঘাট ও তিলকই গ্রামবাসী।
তারা বলেন, হাওরপাড়ের তিনটি গ্রামের সর্বসাধারণের গোচারণভূমি ও ধান মাড়াইয়ের খলায় স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক একটি বাজার নির্মাণের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন সময় এই ভূমিতে পূজা অর্চনা করেন তারা। কিন্তু বাজার নির্মাণ হলে গৃহস্থালি কাজ ও ধর্মীয় আচার পালনে ব্যাঘাত সৃষ্টি হবে। অবিলম্বে এই উদ্যোগ বন্ধের জন্য দাবি জানান প্রতিবাদকারীরা। এ সময় জেলা আওয়ামী লীগ নেতা সবুজ কান্তি দাসসহ অন্যরা বক্তব্য রাখেন।