সুনামগঞ্জে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

0

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চারটি পিকআপ ভ্যান বোঝাই কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে চিনি, জিরা ও পাতার বিড়ি। সোমবার ভোর ৪ টায় বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্তের ছাতারকোনা এলাকা থেকে এসব পণ্য জন্দ করা হয়। 

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিনাকান্দি বিওপি কর্তৃক সীমান্তের আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতারকোনা এলাকায়  মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ হাজার ৪৯৪ কেজি চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরা জব্দ করে৷ এগুলোর আনুমানিক বাজারমূল্য  ১ কোটি ১৬ হাজার ৮৩০ টাকা। 

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here