সুধারামে স্কুলে বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

0

নোয়াখালীর সদরে দাদপুরে ড. নুরুল করিম একাডেমির উপদেষ্টা শিক্ষক হারিছ আহম্মেদের বিদায় সংবর্ধনা ও স্কুলে বার্ষিক ফলাফল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল একাডেমি মিলনায়তনে বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ আলী হায়দারের সভাপতিত্বে ও স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম.বি আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সমাজ সেবক মোঃ নুরুল আমিন দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠেকারহাট আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, সিনিয়র সাংবাদিক আকবর হোসেন সোহাগ, নলপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরীফুল ইসলাম, নোয়াখালী মডেল কলেজের সিনিয়র প্রভাষক মনির হোসেন, মা কলেজের প্রভাষক হাফেজ মাওলা নুর হোসাইন, খলিফার হাট ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা রিদয় হোসেন পাটোয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মাহমুদ হোসেন, দাদপুর মুন্সী বাড়ী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আরিফুল ইসলাম, ড. নুরুল করিম একাডেমির সিনিয়র শিক্ষক পমি রানী রক্ষিত, জেসমিন আক্তার, মমতাজ বেগম, সহকারী শিক্ষক সালমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নুর রহমান, এম আজাদ, ফারুক হোসেন ও শাহাদাত বাবু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশী ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এম.বি আলম। এর আগে কবিতা আবৃতি, গজল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। পরে ড. নুরুল করিম একাডেমির শিক্ষক ও উপদেষ্টা বিদায়ী শিক্ষাবিদ হারিছ আহম্মেদকে সংবর্ধনা ও পুরষ্কৃত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here