গণআন্দোলন, জনরোষ থেকে দেউলিয়া ঘোষণা। সবমিলিয়ে গত কয়েম মাস ধরে শ্রীলঙ্কার ওপর দিয়ে বিধ্বংসী ধকল গেছে। মূল্যস্ফীতির লাগাম টানতে বাড়ানো হয়েছিল সুদহার। তবে এবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শ্রীলঙ্কা, কমানো হয়েছে সুদহার।
মূল্যস্ফীতি আগের চেয়ে কমে আসায় এবার মূল সুদের হার আড়াই শতাংশ (২৫০ বেসিস পয়েন্ট) কমিয়েছে শ্রীলঙ্কা।
কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, মূল্যস্ফীতি দ্রুতগতিতে কমায় এবং লেনদেনে ভারসাম্য আসায় সুদহার কমানো হয়েছে।
গত বছর শ্রীলঙ্কার জিডিপি ৭ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল, এবার তা ৩ শতাংশ হবে বলে ধারণা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ।
সূত্র: রয়টার্স