সুদানে দুই বিরোধী পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত ৪১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আহত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ।
দেশটির রাজধানী খার্তুমে সামরিক বাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে গত কিছুদিন ধরেই দফায় দফায় সংঘাত চলছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, চলমান সংঘাতে দুই পক্ষের পাল্টাপাল্টি বন্দুক হামলার মধ্যে পড়ে তাদের এক মানবিক সহায়তা কর্মী নিহত হয়েছেন।
এদিকে সুদান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্পেনও সুদান থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য বিমান প্রস্তুত করেছে।
সুদানের রাজধানী খার্তুমের অনেক এলাকায় এখনও বিদ্যুৎ ও পানি নেই বলে জানিয়েছেন অনেক অধিকার কর্মী। অনেক পেট্রোল পাম্পও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা মানবেতর দিন কাটাচ্ছেন।
সূত্র: আল জাজিরা