আফ্রিকার দেশ সুদানের রাজধানী খারতুমে শনিবার সংঘর্ষে জড়িয়েছে সেনাবাহিনী এবং দেশটির আধাসামরিক বাহিনী (প্যারামিলিটারি) র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে। আকাশে যুদ্ধবিমানও দেখা গেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, দুই বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলির মধ্যে একটি গোলা রাজধানী খারতুমের বিমানবন্দরে দাঁড়ানো যাত্রীবাহী বিমানে আঘাত করে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
সৌদি এয়ারলাইনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকল ক্রু সদস্য নিরাপদে সুদানের সৌদি দূতাবাসে পৌঁছেছে।’
এদিকে সুদানের উদ্দেশ্যে রওনা দেওয়া সকল সৌদি বিমান ফিরে এসেছে। সৌদি আরব এবং মিশর সুদানে এবং সুদান থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।