সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় অপহরণ হওয়া বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে।
বুধবার বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এসআই মো. আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। সাউথ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।