দুই বাহিনীর সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছেন সুদানের প্রসিদ্ধ গায়িকা শাদেন গার্দুদ। দেশটির ক্ষমতা দখল নিয়ে বিবদমান সেনা ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘটিত ‘বন্দুকযুদ্ধে’ ওমদুরমান শহরে ওই গায়িকা প্রাণ হারান।
ওমদুরমানে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যকার বন্দুকযুদ্ধের সময় শাদেন নিহত হন।
গত ১৫ এপ্রিল থেকে ক্ষমতা দখল নিয়ে সুদানে দুই বাহিনীর সংঘাত শুরু হয়। তারপর থেকে দেশটিতে কয়েকশ’ মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন হাজারো মানুষ। লাখ লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। বিদেশি নাগরিকদেরও সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা