বর্তমানে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফ-এর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি ও সংঘর্ষ চলছে। বিবিসি এক রিপোর্টে জানিয়েছে, সুদানের খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রীবাহী বিমানে হামলা চালানো হয়েছে। এতে অন্তত দু’জন যাত্রী নিহত হয়েছেন। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
এদিকে, সুদানের রাজধানীর আকাশে যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বিদ্রোহ ঘোষণা করা আরএসএফ বাহিনীর উপর হামলা চালাতে পারে দেশটির বিমানবাহিনী। এর আগে সুআরএসএফ দাবি করে, তারা শনিবার প্রেসিডেন্টের প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। ক্রমবর্ধমান ক্ষমতার লড়াইয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর তারা এ ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উত্তর আফ্রিকার দেশ সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় আজ শনিবার নিরাপত্তার দায়িত্বে থাকা এই দুই বাহিনীর মধ্যে সুদানে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে। দেশটির রাজধানী খার্তুমে ব্যাপক গোলাগুলি ও বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। সূত্র : বিবিসি ও রয়টার্স।