কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেন পাবনার ‘সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের’ প্রধান উপদেষ্টা হিসেবে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সস্পাদক নরেশ চন্দ্র মধু এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার সাথে কথোপকথনের একপর্যায়ে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে সংযুক্ত হওয়ার জন্য মুনমুন সেনকে আহবান জানান তিনি। তার আহবানে একটি মেসেজের মাধ্যমে পরিষদের সাথে সংযুক্ত হওয়ার কথা নিশ্চিত করেন মুনমুন সেন।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদেও ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক বলেন, এটি নি:সন্দেহে আমাদের জন্য আনন্দের খবর। মুনমুন সেন ইতিমধ্যে তার মা সুচিত্রা সেনের ব্যবহৃত শাড়ী, বই ও একটি ছবি পরিষদকে প্রদান করেছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সুচিত্রা সেনের স্মৃতি রক্ষার্থে সার্বিক সহযোগিতা করবেন।