সুইডিশ পুলিশ বুধবার আবারও গ্রেটা থুনবার্গ এবং অন্যান্য জলবায়ু কর্মীদের জোরপূর্বক সরিয়ে দিয়েছে। তারা পার্লামেন্টে প্রবেশের পথে বিক্ষোভ করছিল।
চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো পুলিশ ভ্যানে করে তাদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়। থুনবার্গ এবং আরও কয়েক ডজন পরিবেশবাদী সোমবার জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সুইডেনের সংসদের প্রধান প্রবেশপথগুলি অবরোধ শুরু করেন।
২১ বছর বয়সী থুনবার্গ তরুণ জলবায়ু কর্মীদের মুখপাত্র হয়ে ওঠেন। ২০১৮ সালে সুইডিশ পার্লামেন্টের সামনে তার সাপ্তাহিক বিক্ষোভ দ্রুত বিশ্বব্যাপী যুব আন্দোলনে পরিণত হয়।
স্টকহোম পুলিশ জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরে বিক্ষোভ করার অধিকার থাকলেও প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।