ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৫ কোটি ৪৭ লাখ রুপির স্বর্ণ জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বনপুর সীমান্ত ফাঁড়ির ৩২তম ব্যাটালিয়নের জওয়ানরা এ চোরাচালান জব্দ করে।
বৃহস্পতিবার এ স্বর্ণ চোরাচালান জব্দের পাশাপাশি এক ভারতীয় চোরাকারবারিকেও গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির কাছে ৩৬টি স্বর্ণের বার পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ৫ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার ১১৭ রুপি।
বিএসএফ জানিয়েছে, অভিযান চলাকালীন, সীমান্ত রাস্তা থেকে বনপুর গ্রামের দিকে এক সন্দেহভাজন ব্যক্তিকে যেতে দেখা যায়। সেই মুহূর্তে তাকে চ্যালেঞ্জ করা হলে, সে পালানোর চেষ্টা করে। কিন্তু জওয়ানরা তাকে দ্রুত আটক করতে সমর্থ হয়। পরে তাকে তল্লাশির পর প্যাকেটে মোড়ানো স্বর্ণের বার উদ্ধার করা হয়।
চোরাকারবারি ও স্বর্ণ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিনিধি/এমই

