সীমান্তের টানাপোড়েন নিয়ে ক্রাইম থ্রিলার ‘মাটি’

0
সীমান্তের টানাপোড়েন নিয়ে ক্রাইম থ্রিলার 'মাটি'

ইছামতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা এক সীমান্তঘেষা গ্রাম যেখানে ফুলের সৌরভের আড়ালে লুকিয়ে আছে অপরাধের অন্ধকার ছায়া। নদী, জীবন ও সীমান্তকে কেন্দ্র করে এমনই এক ক্রাইম থ্রিলার গল্প নিয়ে ‘মাটি’ নামের সিনেমা নির্মাণ শুরু করছেন পরিচালক তারিফ সৈয়দ।

নির্মাতা জানিয়েছেন, সিনেমার কিছু অংশের দৃশ্যধারণ এখনো বাকি আছে। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুর ও ইছামতী নদীর বিভিন্ন জায়গায় হচ্ছে দৃশ্যধারণ। ‘মাটি’ সিনেমার গল্প ও চিত্রনাট্যও করেছেন নির্মাতা নিজেই।

সিনেমাটি নিয়ে তারিফ বলেন, এটি একটি সীমান্তবর্তী গ্রামের গল্প, যার পাশ দিয়ে ইছামতী নদী বয়ে গেছে, নদীর এক পাড়ে বাংলাদেশ, অন্য পাড়ে ভারত। একসময় নদী নির্ভর জীবিকা নির্বাহ করলেও, ফারাক্কা বাঁধ ও জলবায়ু পরিবর্তনের কারণে ইছামতী শুকিয়ে যাওয়ায় গ্রামের মানুষ জীবিকার জন্য ফুলের চাষ শুরু করেন। সেই ফুলের বাজার একসময় দক্ষিণ এশিয়ার অন্যতম বড় বাজারে পরিণত হয়েছে।

তিনি আরও জানান, গ্রামের মানুষ সুন্দর জীবনযাপন করলেও এক সময় সীমান্তজুড়ে মাদক, শিশু ও নারী পাচার সিন্ডিকেটও বিস্তার লাভ করেছে। ক্রাইম থ্রিলার ঘরানার গল্পের মধ্য দিয়ে গ্রামবাংলার সুন্দর রূপও দর্শক দেখতে পারবে এই সিনেমায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজীবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম ও আশিক সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here