সীমানা বহালের পক্ষে বিপক্ষে এমপিরা

0

দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সংসদীয় আসনের খসড়ার পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন সাবেক, বর্তমান এমপি ও অন্য জনপ্রতিনিধিরা। এ ছাড়া সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতা-কর্মীরা সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি জানিয়েছেন। আজ সেই দাবি-আপত্তির পক্ষে-বিপক্ষে শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। চার ধাপে বিভাগওয়ারি এ শুনানি হবে। আজ প্রথমদিনে কুমিল্লা অঞ্চলের আবেদনগুলোর শুনানি হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, ৩৮ সংসদীয় আসনের সীমানা নিয়ে ১৮৬টি আবেদন পড়েছে। প্রকাশিত খসড়া ইসির পক্ষে ৬০ আবেদন এবং বিপক্ষে পড়েছে ১২৬ আবেদন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here