সীতাকুণ্ড সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

0
সীতাকুণ্ড সমুদ্র সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালি সমুদ্র সৈকতে ভেসে উঠল বিপন্ন প্রজাতির মৃত একটি ডলফিন। বুধবার সৈকতে থাকা দোকানগুলোর পেছনে প্রাণীটিকে পড়ে থাকতে দেখা যায়। মঙ্গলবার রাতে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, ডলফিনটিতে ইতিমধ্যে পচন ধরে ফুলতে শুরু করেছে। ওই এলাকায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দ্রুত সেটিকে সরিয়ে না নিলে দুর্গন্ধে সৈকতে মানুষ যাতায়াত করতে পারবে না।

তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ডলফিন ভেসে আসার খবর পেতে দেরি হওয়ায় সেটি এখনো সরাতে পারেননি তারা। ভেসে আসা গোল মাথা ও ঠোঁটবিহীন ডলফিনটি লম্বায় প্রায় ছয় ফুটের মত। পাখনা ছোট ও বৃত্তাকার আকৃতির।

উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রনি আলি বলেন, গুলিয়াখালি সৈকতে মৃত ডলফিনটি উদ্ধারে বন বিভাগের লোকজন গেছেন। এটি কোন প্রজাতির, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডলফিনটি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর বন বিভাগকে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here