সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

0
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুন্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মো. খুরশেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত খুরশেদ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বাসিন্দা এবং বাড়বকুন্ড এলাকায় বসবাস করতেন।

বার-আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন জানান, একটি ট্রাক বেপরোয়া গতিতে বাজারতলী এলাকা অতিক্রম করার সময় পথচারী খুরশেদকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করেন।

অভিযুক্ত ট্রাকচালক মো. আতিকুলকে (৩১) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here