সিলেট পর্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় ঢাকা

0

বিপিএলে ঢাকা পর্বে তিন ম্যাচের তিনটিই হেরে এবারের টুর্নামেন্ট শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। দলের মূল ভরসা লিটন কুমার দাস প্রথম ম্যাচে কিছু রান করলেও পরের দুই ম্যাচে ছিলেন ব্যর্থ। আরেক ভরসা তানজিদ হাসানের ব্যাটেও রান আসছে না। সবশেষ ম্যাচে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অধিনায়ক থিসারা পেরেরার সেঞ্চুরিতে কিছুটা লড়াই করেছে দল। 

সিলেট পর্ব থেকে দলে যোগ হচ্ছেন মোসাদ্দেক হোসেন ও জেসন রয়। ড্রাফটে যার দল না পাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেক, সেই মোসাদ্দেক শেষ পর্যন্ত আশ্রয় পেয়েছেন ঢাকা ক্যাপিটালসে। সোমবার সিলেটে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার রয়ের সিলেট পৌঁছানোর কথা রাতেই। মঙ্গলবারের ম্যাচে দুজনই খেলবেন বলে জানিয়েছেন কোচ খালেদ মাহমুদ।

সিলেটে সোমবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ বলেন, ‘আমরা অবশ্যই ভালো করিনি। প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের জাতীয় দলের ক্রিকেটাররাও ঠিকমতো নিজেদের মেলে ধরতে পারেনি। তবে এখন নতুন জায়গায় এসেছি (সিলেট)। উইকেট খুবই ভালো। আবহাওয়া খুবই ভালো। নতুন শুরুর আশা করতেই পারি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা প্লে অফে খেলতে চাই, এখন থেকে ঘুরে দাঁড়ানো জরুরি। সামনে তিন-চারটি ম্যাচ জিততে হবে। কোনো সন্দেহ নেই, আমাদের দল অনেক শক্তিশালী।’

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মোসাদ্দেককে পেয়ে একটি ঘাটতির জায়গা পূরণ হতে পারে দলের। খালেদ মাহমুদ জানালেন, সেই তাগিদ থেকেই অভিজ্ঞ অলরাউন্ডারকে দলে নিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here