সিলেট টেস্ট: ৩২৮ রানে হারলো বাংলাদেশ

0

সিলেট টেস্টের রেজাল্ট কী হবে তা তৃতীয় দিন শেষেই বুঝা গিয়েছিল। আজ সোমবার চতুর্থ দিনেই বিশাল হার চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। শ্রীলঙ্কার জয়ের অপেক্ষা বাড়িয়েছে মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটার ফিফটি কেবল হারের ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত বিশাল ব্যবধানে হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা।

শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া রেকর্ড ৫১১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৭ রানেই পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। এরপর মুমিনুল হকের ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশ ১৮২ রান পর্যন্ত করতে পারে। আর হার মানে ৩২৮ রানের বিশাল ব্যবধানে। যা রানের দিক দিয়ে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ জয়।

বল হাতে শ্রীলঙ্কার কাসুন রাজিথা ৫৬ রান দিয়ে ৫টি উইকেট নেন। ৩টি উইকেট নেন বিশ্ব ফার্নান্দো। বাকি দুটি উইকেট যায় লাহিরু কুমারার পকেটে। ম্যাচসেরা হন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here