সিলেট টেস্ট: চতুর্থ দিনে উড়ন্ত শুরু জিম্বাবুয়ের

0

ব্যাটিং ব্যর্থতা দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে যায়। এরপর জিম্বাবুয়ে ৮২ রানের লিড নেয়। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তেই বাংলাদেশের ব্যাটিং টপ অর্ডার।

মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ছিল বৃষ্টির দাপট। এদিন ৪ উইকেট হারিয়ে ৪৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১৩৭ রান। বুধবার (২৩ এপ্রিল) পূর্ব নির্ধারিত সময় অনুসারে সকাল ৯টা ৪৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় নির্ধারিত সময়ে আগে মাঠে প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই ১১টায় মাঠে নামে দুই দল।

চতুর্থ দিনের শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দ্বিতীয় বলে শান্তকে সাজঘরের পথ দেখান ব্লেসিং  মুজারাবানি। ১০৪ বলে ৬০ রান করেন তিনি। এরপর জাকের আলীকে সঙ্গ দিতে পিচে আসেন মেহেদী হাসান মিরাজ।  কিন্তু ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ১৬ বলে ১১ রান করে মুজারাবানির পঞ্চম শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে ২১১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা।

চতুর্থ দিন সকালে তৃতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে ফিরে যানতাইজুল ইসলাম। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় নিয়াশা মায়াভোর গ্লাভসে ধরা পড়েন তাইজুল। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিয়ে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে সফল হয় জিম্বাবুয়ে। ৩ বলে তাইজুল করেন ১ রান। এক প্রান্ত আগলে রেখেছেন জাকের আলি। অন‍্য প্রান্তে একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here