সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?

0
সিলেট টেস্ট : অভিষেক হওয়া কে এই হাসান মুরাদ?

শুরু হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী আয়ারল্যান্ড। এই ম্যাচে বাংলাদেশের হয়ে টেস্টে অভিষেক হলো বাঁহাতি স্পিনার হাসান মুরাদের।

অভিষিক্ত হাসান মুরাদকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। হাসান এর আগে জাতীয় দলে কেবল টি-টোয়েন্টি খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমার। ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট নেওয়া এই তরুণ ছিলেন ২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও।

অন্যদিকে, এই ম্যাচ দিয়ে টেস্ট আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে গণিত শিক্ষক স্যাম নাগাইস্কির। দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। গত জুনে কলম্বো টেস্টে নেতৃত্ব ছাড়ার পর নাজমুল হোসেন শান্ত আবারও অধিনায়কত্বে ফিরেছেন এই সিরিজে। 

সিলেট টেস্টে বাংলাদেশ আগের মতোই স্পিননির্ভর দল সাজিয়েছে। এই দুই দলের মধ্যে এটি দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে জিতেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here