সিলেট কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে

0

সিলেট কেন্দ্রীয় কারাগারে আসামির সঙ্গে বিয়ে হয়েছে এক বাদীর। গত বুধবার দুপুরে কারাগারে এ বিয়ে সম্পন্ন হয় বলে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. নাহিদা পারভীন।  

কারা সূত্র জানায়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিমুল নামের এক তরুণের সঙ্গে মামলার বাদী সুনামগঞ্জের তরুণী মাঈশার (ছদ্মনাম) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ালে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। কিন্তু শিমুল তাকে বিয়ে করতে রাজি হয়নি। এরপর ভুক্তভোগী তরুণী সিলেট মহানগরের শাহপরাণ (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।  

সম্প্রতি শিমুল জামিনের আবেদন করলে উচ্চ আদালত তাদের দুইজনের বিয়ের নির্দেশ দেন। পরে উভয়পক্ষের সম্মতিতে এবং অভিভাবকদের উপস্থিতিতে গত বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগারে তাদের মধ্যে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মোহরানা ছিল ৫ লাখ টাকা। বিয়ে পড়ান কাজী সজিব আহমদ তালুকদার।

বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here