সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার নিয়ে ম্যুরালটি ভেঙে ফেলেন।
এর আগে, রাত সাড়ে ৯টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এবং বুলডোজার দিয়ে ম্যুরালটি গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এসময় শিক্ষার্থীদের ‘মুজিববাদের আস্তানা, গুঁড়িয়ে দাও-গুঁড়িয়ে দাও’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ এ ধরণের স্লোগান দিতে দেখা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতের কোনো এক সময় ম্যুরালটি ভাঙচুর করা হয়। কে বা কারা এ ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তা স্থানীয় প্রশাসন নিশ্চিত করতে পারেনি।