সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

0
সিলেটে বিএনপির বিজয় র‌্যালি

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মহানগরের রেজিস্ট্রারি মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট-১ আসনে দলীয় মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর বক্তব্যে বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে একটি উন্নত, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির নেতাকর্মীদের দেশপ্রেম, ত্যাগ ও ঐক্য জরুরি। পাশাপাশি শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহসভাপতি ডা. নাজমুল হোসেন, জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, মাহবুব কাদির শাহীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here