সিলেট নগরীর ছড়ারপাড় এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. আলী (১৭)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের নুর আলীর ছেলে। বর্তমানে তিনি নগরীর ছড়ারপাড় এলাকার রাহাত মিয়ার কলোনিতে সপরিবারে বসবাস করতেন।
জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা চালিবন্দর ভৈরব মন্দির সংলগ্ন এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।