সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

0
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার (২৫ অক্টোবর) সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বালুচর ফিডার লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

এতে বলা হয়েছে, বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নিয়ন্ত্রনাধীন ১১ কেভি ফিডার সমূহের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ, রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন এলাকাসমূহ হলো—বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশেপাশের এলাকায়। নিরাপত্তার স্বার্থে সাট-ডাউনের সময়কালীন সময় লাইন চালু থাকলেও বন্ধ হিসেবে গণ্য হবে।

বিউবো জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ তাৎক্ষণিকভাবে পুনঃচালু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here