ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়িতে নেওয়া হবে।
বিসিবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে সিলেটের একটি হাসপাতালে মারা যান তিনি। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে স্টেডিয়ামে নিয়ে আসা হয়।
সকালে বিপিএলে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করে মারা যান জাকি। এর আগে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিলন, অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে সিলেটের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে নেয়ার পর সেখানকার চিকিৎসকরা জাকিকে মৃত ঘোষণা করেন।
জাকির মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ক্রিকেটারদের মধ্যে সিলেটের ও বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জাকিকে দেখতে ছুটে যান। জাকির মৃত্যুতে বিবৃতিতে দিয়ে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে বিসিবি।

