সিলেটকে ১৯৯ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম

0
সিলেটকে ১৯৯ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম

চলমান বিপিএলে দুইশ রানের মাইলফলক স্পর্শ করার খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ১৯৮ রানেই থামতে হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে। বুধবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে চট্টগ্রাম। 

চট্টগ্রামের ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রসিংটন। এছাড়া মাহমুদুল হাসান জয় ২১ বলে ৪৪ রান করেন। শুরুতেই আগ্রাসী ব্যাটিংয়ে সিলেটের বোলারদের ওপর চাপ তৈরি করেন চট্টগ্রামের ব্যাটাররা।

ইনিংসের শুরুতে মোহাম্মদ নাঈম ১৫ বলে ২০ রান করে আউট হলে দ্বিতীয় উইকেটে রজিংটন ও জয় গড়ে তোলেন ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি। দুজনই ফিফটি থেকে অল্পের জন্য বঞ্চিত হন। এরপর হাসান নাওয়াজ ২৫ ও আসিফ আলী ১৩ রান করে আউট হন।

শেষদিকে অধিনায়ক শেখ মেহেদী হাসানের ঝড়ো ব্যাটিংয়ে রানের গতি আরও বেড়ে যায়। ১৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। আমের জামাল ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। তাদের ব্যাটে ভর করেই চট্টগ্রাম এই আসরের সর্বোচ্চ সংগ্রহ গড়ে।

সিলেটের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রুয়েল মিয়া। তিনি ৩ উইকেট নিলেও রান খরচ করেন ৪১। তবে সবচেয়ে খরুচে ছিলেন খালেদ আহমেদ, তিনি ৪ ওভারে ৫৫ রান দেন। মঈন আলী ২৩ রান দিয়ে ১ উইকেট নেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here