বিপিএলের ২৫তম ম্যাচে সিলেট স্টাইকার্সকে ১৫৪ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স। এনামুল হক বিজয়ের ৬৭ ও হাবিবুর রহমান সোহানের ৪৩ রানের ইনিংসে ভর করে এই সংগ্রহ পায় খুলনা।
১৫৩ রান তোলার ম্যাচে শুরু থেকে অপরাজিত ছিলেন ওপেনার বিজয়। তিনে নামা আফিফ করেছেন ১৬ বলে ২৪ রান। আর ১০ বলে ১২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন আরেক ওপেনার ইভান লুইস।
ছয় ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে আছে খুলনা। আর ৭ ম্যাচে এক জয় পাওয়া সিলেট আছে পয়েন্ট টেবিলের তলানিতে।