যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সিরিয়া, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, লাওস, সিয়েরা লিওনসহ মোট আট দেশের নাগরিকদের জন্য পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। এই দেশগুলো আগে আংশিক বিধিনিষেধের আওতায় ছিল।
হোয়াইট হাউজ জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এ নিষেধাজ্ঞার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, এসব দেশে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার জন্য প্রয়োজনীয় যাচাই-বাছাই ব্যবস্থা ও তথ্য আদান-প্রদানের কার্যকর কেন্দ্রীয় ব্যবস্থা নেই।
সিরিয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা এসেছে এমন সময়, যখন ট্রাম্প নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে আলোচনার পর দেশটিকে সহায়তা প্রদানের অঙ্গীকার করেছিলেন। হোয়াইট হাউজ জানিয়েছে, দীর্ঘ সময়ের গৃহযুদ্ধ ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে পাসপোর্ট ও নাগরিক নথি যাচাইয়ে কার্যকর কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই।
এর আগে জুনে ট্রাম্প ১২ দেশের নাগরিকদের জন্য সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের জন্য আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এছাড়া আরও ১৫ দেশের ওপর আংশিক প্রবেশ-নিয়ন্ত্রণ রয়েছে।
ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিয়ে এসেছে। চলতি বছর ন্যাশনাল গার্ড মোতায়েন, সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো এবং নিরাপত্তা নিশ্চিতের মতো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

