সিরিয়ার ঐতিহাসিক মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

0

সিরিয়ার রাজধানী দামেস্কের  ঐতিহাসিক উমাইয়া মসজিদে পদদলিত হয়ে ৪ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ১৬ জন আহত হয়েছেন। শুক্রবার  এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দামেস্কের স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ আকরাম মাতুক।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, উমাইয়া মসজিদ এবং এর আশপাশের এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে। আহত ১৬ জনের চিকিৎসা চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার সময় মসজিদের প্রাঙ্গণে ফ্রি খাবার বিতরণ করা হচ্ছিল। একজন ইউটিউবার ও রাঁধুনি যিনি ‘শেফ আবু ওমর’ নামে পরিচিত এবং তুরস্কের ইস্তাম্বুলে একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন, উমাইয়া মসজিদে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছিলেন। তার পোস্ট করা একটি ভিডিওতে এই আয়োজনের প্রস্তুতির দৃশ্য দেখা গেছে।

জিনা নামে একজন  প্রত্যক্ষদর্শী জানান, আমি দেখেছি, একজন বয়স্ক নারীকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। তার মুখ দিয়ে রক্ত ঝরছিল এবং তিনি মৃত বলে মনে হচ্ছিলেন।

দুর্ঘটনার দিন সকালেই উমাইয়া মসজিদ পরিদর্শন করেছিলেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে এই পদদলনের সঙ্গে তার সফরের কোনো সম্পর্ক নেই বলে জানা গেছে।

স্থানীয় পত্রিকা আল-ওয়াতান জানিয়েছে, খাবার বিতরণের সময় উপস্থিত জনতার ভিড় এবং বিশৃঙ্খলা থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। জনসচেতনতার অভাব ও পর্যাপ্ত ব্যবস্থাপনার ঘাটতিকে এই পদদলনের অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here