সিরিয়ায় সবজির বাজারে রুশ যুদ্ধবিমানের হামলা

0

সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে একাধিক হামলা চালিয়েছে রাশিয়ার যুদ্ধবিমান। এতে অন্তত ৯ বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৪ জনের বেশি। রবিবার সিরিয়ার জরুরি উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থা এই তথ্য জানিয়েছে।

হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়ার সিভিল ডিফেন্স বলেছে, রবিবার পূর্ব ইদলিবের জিসর আল-শুঘর শহরের একটি সবজি বাজারকে লক্ষ্য করে বিমান হামলা হয়েছে।

২১ বছর বয়সী সবজি বিক্রেতা রেদা হায়শিদ বলেছেন, ‘আজ সবজির বাজারে আমাদের কাজ চলাকালীন বিমান হামলা হয়েছে। আমরা ওই বাজারে উপস্থিত ছিলাম। সেটিকে লক্ষ্য করে চালানো বিমান হামলায় রক্ত বন্যা বয়ে গেছে। সেখানে অনেকের মরদেহ পড়ে আছে।’

সিরিয়ার সিভিল ডিফেন্সের পরিচালনা পর্ষদের সদস্য আহমেদ ইয়াজজি বলেন, এই অঞ্চলে গত কয়েক দিনে সিরীয় সরকার ও রাশিয়ার আক্রমণ বৃদ্ধি পেয়েছে। যা আমাদের কাজের ওপর বিশাল বোঝা তৈরি করেছে। কারণ উভয়ই (সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং রাশিয়া) অন্তত দু’বার হামলা চালিয়েছে। হামলার সময় আমরা বাজারে উপস্থিত ছিলাম। বর্তমানে আহতদের উদ্ধারের চেষ্টা করছি।

সূত্র: আল জাজিরা

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here