সিরিয়ায় ফের দূতাবাস চালু করলো জার্মানি

0

দামেস্কে কর্মরত একটি ছোট কূটনৈতিক দল নিয়ে বৃহস্পতিবার জার্মানি আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় পুনরায় দূতাবাস চালু করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

২০১২ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় জামার্নির দূতাবাস বন্ধে হয়ে যায়। বাশার আল-আসাদের পতনের তিন মাস পর জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক মিশনটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।

জার্মানির একটি সূত্র জানায়, সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতির কারণে কনস্যুলার বিষয় ও ভিসা লেবাননের রাজধানী বৈরুত থেকে পরিচালিত হবে।

সূত্রটি জানিয়েছে, ‘স্বৈরশাসক আসাদের উৎখাতের পর জার্মানি সিরিয়ার জনগণকে তাদের স্থিতিশীল ভবিষ্যতের পথে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। স্থিতিশীল সিরিয়ায় জার্মানির সর্বোচ্চ আগ্রহ রয়েছে।’

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মাঠে উপস্থিতির মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ কূটনৈতিক যোগাযোগ গড়ে তুলতে পারি। এভাবে অন্যান্য বিষয়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে পারি, যা সকল জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here