সিরিয়ায় আবারও ড্রোন হামলা চালিয়েছে তুরস্ক। এতে হামলায় কুর্দিদের নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) চার সদস্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বশাসিত কুর্দি প্রশাসন জানিয়েছে, সিরিয়ায় তুরস্কের সীমান্তবর্তী এলাকায় শুক্রবার এ ড্রোন হামলা চালানো হয়।
এসডিএফের এক বিবৃতিতে বলা হয়, শুক্রবারের ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল আমুডা অঞ্চলের একটি গ্রাম। এই হামলায় চার যোদ্ধা শহীদ হয়েছেন।